ময়মনসিংহে করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন

ময়মনসিংহে আজ শনিবার করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ছবি : এনটিভি
মহামারি করোনায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের চারটি তলাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এতে ১০টি আইসিইউ, ৪০টি কেবিন ও ১০০টি শয্যা রয়েছে।
আজ শনিবার বিকেলে ওই নতুন ভবনে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে হাসপাতালটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আবুল কাসেম, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদারসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।