ময়মনসিংহে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বাইক আরোহী নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দিউগ্রামের নাজমুল হকের ছেলে সাকিব (৩৫) ও আমজাদ আলীর ছেলে আজাহারুল সিকদার ( ৩৬)।
প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও ফুলপুর ফায়ার স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, আজ রাত ৮টার দিকে ওই এলাকায় শেরপুরগামী একটি কাভার্ডভ্যান ফুলপুরগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সাবিক ও আজাহারুল ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।