ময়মনসিংহে পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে খুন ও ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তারকৃত আবুল কাশেম। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আবুল কাশেম (৪৫) নামের একজন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নামে খুন ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম (৪৫) উপজেলার পাগলা থানাধীন কোচরাইল গ্রামের বাসিন্দা।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুজ্জামান সন্ধ্যায় এই খবর নিশ্চিত করে জানান, অভিযুক্ত আবুল কাশেমের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি গাজীপুরের শ্রীপুর থানার বরমী এলাকায় আত্মগোপন করেছিলেন। অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
আগামীকাল গ্রেপ্তারকৃত আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।