ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় চার জন এবং উপসর্গ নিয়ে ছয় জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ ও মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান আজ বুধবার সকালে এ খবর নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতেরা হলেন—ময়মনসিংহের নান্দাইলের আমেনা (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), জামালপুরের সরিষাবড়ির সাজেদা (৪৫), এবং নেত্রকোনার কেন্দুয়ার দুখু মিঞা (৮০)।
করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন—ময়মনসিংহ সদর উপজেলার হাসিনা (৬০), ধোবাউড়ার জসিম উদ্দিন (৫৫), গফরগাওয়ের ইব্রাহিম (৭৫), ত্রিশালের ইব্রাহিম (৭০), নেত্রকোনার মোহনগঞ্জের তহুরা (৫০), এবং সুনামগঞ্জের রইসুদ্দিন (৬০)।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
এ ছাড়া হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ২২ জনসহ ৩০৪ জন রোগী ভর্তি আছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০১ জন নতুন নোগী শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় এক হাজার ৬১টি নমুনা পরীক্ষা করে ২০১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ৭২ এবং আরটি পিসিআর টেস্টে পজিটিভ ১২৯ জন। আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলা এবং সিটি করপোরেশন এলাকার ১৩২ রয়েছেন।