ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে মারা গেছেন দশ জন।
আজ শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত হয়ে এবং ছয় জন করোনার উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা পজিটিভ হয়ে যে ছয় জন মারা গেছেন, তাঁরা হলেন—ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সদরের মোকলেসুর (৭৬), সরস্বতী রায় (৬৫), নেত্রকোনার বারহাট্টার আফাজুদ্দিন (৯০), জামালপুর সদরের মমতাজ (৫৫) এবং সরিষাবাড়ির আব্দুল খালেক (৭৫)। এ ছাড়া ময়মনসিংহ বিভাগের বাইরে টাঙ্গাইল সদরের জুনাইয়েদ আলি (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে যাঁরা মারা গেছেন, তাঁরা হলেন—ময়মনসিংহ সদরের রিতা বসাক (৪৫), আম্বিয়া (৬০), ফুলবাড়িয়ার সিদ্দিক (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মণ্ডল (৬০), ঈশ্বরগঞ্জের আমেনা খাতুন (৭০), এবং ময়মনসিংহ বিভাগের বাইরে টাঙ্গাইল সদরের আনোয়ারা (২৬)।
ডা. মো. মহিউদ্দিন খান আরও জানান, এই মুহূর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪১৭ জন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন ২১ জন।
এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজিটিভ হয়েছেন ১৫৪ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৯৫ শতাংশ। যাঁদের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৩ জন এবং আরটিপিসিআর টেস্টে ১২১ জন রয়েছেন।
গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ সদরে ৫৭ জন, ভালুকায় ৩৭ জন, মুক্তাগাছায় ৩৪ জন, নান্দাইলে সাত জন, ত্রিশালে সাত জন, ঈশ্বরগঞ্জে চার জন, গৌরীপুরে দুজন, হালুয়াঘাটে দুজন, ফুলপুরে দুজন, তারাকান্দায় একজন এবং গফরগাঁওয়ে একজনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট নয় হাজার ৫৯১জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৯৯ জন।