ময়মনসিংহ মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। তবে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
মৃত ব্যক্তির নাম আব্দুল খালেক। তিনি সদর উপজেরার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মো. মহিউদ্দিন খান আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসক জানান, হাসপাতালের করোনা ইউনিটে ১৪৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন আটজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, এ ছাড়া ওয়ান স্টপ ফ্লু কর্নার থেকে ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ৪১ জন। টেলিমেডিসিনে সেবা গ্রহণ করেছেন নয়জন।