উপজেলা পরিষদ নির্বাচন
যশোর সদর উপজেলায় বিনা ভোটে চেয়ারম্যান হলেন মোস্তফা ফরিদ
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। আজ সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর এক গণবিজ্ঞপ্তি জারি করে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।
এর আগে ফরিদ আহমেদের একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নূরুল আমিন গতকাল রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করে। ফলে এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়।
গত ৩ জুন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলামের মৃত্যু হলে এ পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এ পদের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।