রাজধানীর মিরপুরে খালে পড়ে একজন নিখোঁজ

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজ খালে পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি
রাজধানীর মিরপুরের কালশী এলাকার একটি গার্মেন্টসের পাশে থাকা সুয়ারেজ খালে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। বুধবার সকাল আটটা ৫৫ মিনিটে এ খবর জানতে পারে মিরপুরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়।
আজ বুধবার দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন মিরপুর ফায়ার স্টেশন অফিসার শাহাব উদ্দিন।
শাহাব উদ্দিন বলেন, ‘একটি সুয়ারেজ লাইন কালাপানি খালে গিয়ে পড়ছে। আমরা ওই নিখোঁজ ব্যক্তিকে খুঁজছি। এখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও দুটি ডুবুরি দল রয়েছে। আমরা সবাই মিলে উদ্ধার কাজ করছি। এখনও ওই ব্যক্তির খোঁজ মেলেনি।’
ফায়ার সর্ভিস ঘটনাস্থলের আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে উদ্ধার কাজ করে চলেছে বলেও জানান শাহাব উদ্দিন।