রূপগঞ্জে হৃদয় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে চাঞ্চল্যকর হৃদয় মিয়া হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আশিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার দিবাগত রাতে রূপগঞ্জ ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব ১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা আজ সোমবার দুপুরে আদমজীর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, হত্যা মামলা প্রধান আসামি আশিক মিয়া একজন মাদকসেবী। মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য গত ৮ অক্টোবর শুক্রবার পূর্বাচল উপশহরের সাত নম্বর সেক্টরে হৃদয় মিয়া নামে এক ইজিবাইকচালককে মুখে গামছা পেচিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। পরে তাঁর ইজিবাইকটি ছিনতাই করেন।
এ ঘটনায় ওই দিন রাতেই রূপগঞ্জ থানায় নিহত ইজিবাইকচালক হৃদয় মিয়ার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পরে আশিক মিয়া ছিনতাই করা ইজিবাইকটি মাত্র ২০ হাজার টাকায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পাঞ্জরা এলাকায় রমজানের কাছে বিক্রি করে দেন। র্যাব ইজিবাইক ক্রেতা রমজানকেও গ্রেপ্তার করেছে।
র্যাব আরও জানায় রূপগঞ্জের তালতলা এলাকার মাদক ব্যবসায়ী সবুজের কাছে মাদক চাইলে তিনি টাকা জোগারের জন্য কোনো ইজিবাইকচালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের পরামর্শ দেন আশিককে। র্যাব মাদক ব্যবসায়ী সবুজকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। রূপগঞ্জ থানার পুলিশ তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।