লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো উপজেলার বড়হাতিয়া মাইজপাড়ার প্রবাসী মনির আহমদের মেয়ে ফাতেমা জান্নাত সুমাইয়া (৯) এবং একই এলাকার প্রবাসী আবু তাহেরের মেয়ে তাসফিয়া তাবাচ্ছুম রাইসা (৯)। তারা দুজন মাইজপাড়া নূরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিহত শিশুদের চাচা সাইফুদ্দীন বলেন, সকাল ৯টার দিকে দুজন পাশের পুকুরে গোসল করতে যায়। তারা সাঁতার জানে না। তাদের দেখতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলার বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।