সাংবাদিক আবদুস শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, কোরআনখানি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সাংগঠনিক সম্পাদক ও এনটিভির প্রধান যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের আয়োজনে সংগঠনের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া ও ত্রিশাল আশিকি দারুল উলুম মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের অফিসে সংগঠনের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সহসভাপতি সুপ্রিয় ধর বাচ্চু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আবদুস শহিদের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সৎ, সাহসী, দেশপ্রেমিক, নির্ভিক ও পেশাদার সাংবাদিককে হারিয়েছে। তিনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয়।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সদস্য নজীব আশরাফ, আবদুস সাত্তার, আবদুল কাইয়ুম, মাসুদ রানা, রাসেল আহামেদ, সাজ্জাতুল ইসলাম ও মোখলেছুর রহমান সবুজ।
এদিকে বিকেলে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের উদ্যোগে সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্ব মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করা হয়েছে।
করোনাভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত ২৩ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আবদুস শহিদ। সৃজনশীল মানুষ আবদুস শহিদ দীর্ঘ কর্মজীবনে এনটিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশে সভাপতি হিসেবে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন তিনি।