সিরাজগঞ্জে ঘরজামাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘরজামাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। আজ রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলার মৈত্র বড়হর গ্রামে আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। আব্দুল আলীম নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তোলেন নানা অভিযোগ।
যদিও পুলিশ বলছে, দুই পক্ষের রেশারেশিতে দীর্ঘদিন ধরে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে। জটিলতা মেটাতে দুই পক্ষকে ডাকা হলেও তাঁরা এগিয়ে আসেনি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল আলীম চার বছর আগে দ্বিতীয় বিয়ে করে মৈত্র বড়হরে বসবাস শুরু করেন। সে হিসেবে তিনি এখন জেলার উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের বাসিন্দা। আলমি বিভিন্ন অপরাধে সরকারি চাকুরি হারান।
বক্তারা আরও অভিযোগ করেন, চাকরি হারিয়ে আলীম নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিতে থাকে। এরপর এলাকায় প্রভাব বিস্তার করেন। তারপর কারণে অকারণে মানুষকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। মাঝেমধ্যে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেন।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে আবুল কালাম আজাদ, গ্রাম্য মাতব্বর হায়দার আলী, আনোয়ার হোসেন, ঠাণ্ডু মিয়া, গৃহবধূ বন্যা খাতুন প্রমুখ বক্তব্য দেন। তাঁরা আব্দুল আলীমের বিরুদ্ধে সরকারিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবীর এনটিভি অনলাইনকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। দুই পক্ষ থেকেই থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ আছে। পরে তাদের মধ্যে মিমাংসার জন্য ডাকা হলে কেউ আসেনি, বসেনি।’
দীর্ঘদিনের বিরোধ প্রসঙ্গে বড়হর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার জানা নেই, জেনে জানাবো।’