সিরাজগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/11/03/siraajgnyj.jpg)
সিরাজগঞ্জে নদীভাঙনকবলিতদের চেক বিতরণ। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদী ভাঙন কবলিত ৩২২ জনের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পুনর্বাসন হিসেবে চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মানববিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার রাজাপুর ও বড়ধুল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা চেক তুলে দেন সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মণ্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা
আকতারুজ্জামান, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আল-আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।