সিরাজগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/21/sirajgan-sokal.jpg)
সিরাজগঞ্জে নিখোঁজের দুদিন পর যমুনা নদী থেকে সকাল সূত্রধর (১৫) নামে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় যমুনা নদীর শহর রক্ষা বাঁধের জেলখানা ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিহত সকাল সূত্রধর সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লার কালু সূত্রধরের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, গত শুক্রবার দোল উৎসবে আবির খেলা শেষে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সকাল সূত্রধর ও তার বন্ধু সঞ্জিত কর্মকার। ওই দিনই সঞ্জিত কর্মকারের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়ে যায় সকাল সূত্রধর। তার সন্ধানে যমুনা নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল। গতকাল সন্ধ্যায় যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের জেলখানা ঘাট এলাকা থেকে সকাল সূত্রধরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।