স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটছেন বিএনপিনেতারা
বাগেরহাট জেলার রামপাল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে একযোগে বিএনপি, কৃষকদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে প্রান্তিক কৃষকদের পাশে থেকে ধানকাটা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রাজনগর ইউনিয়ন থেকে ধানকাটা কর্মসূচি উদ্বোধন করেন।
ধানকাটা কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা আলী আশসাফ, মেহেদী হাসান মিন্টু, বকতিয়ার হোসেন, অলিউর রহমান, সারাফাত হোসেন, মনজুর রহমান ফরাজী, ফিরোজ আকঞ্জী, ফিরোজ শেখ, মুতা গাজী, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন, শাহাজান গাজী, বদরুজ্জামান মোল্লা, কৃষকদলনেতা মুরাদ আকঞ্জী, বিল্লাল শেখ, নিয়ামত শেখ, আবুল কালাম শেখ, যুবদলনেতা মহসিন, মাজারুল ইসলাম রিপন, শাহিনুর রহমান পলাশ, তাঁতিদলের নেতা আলম মুন্সি, মনির গাজী, মৎস্যজীবী দলনেতা মাইনুল ইসলাম মনু, গোলাম রব্বানী, সুমন লস্কর, শ্রমিক দলনেতা নিতাই ঘোষ, আলাল গাজী, ছাত্রদলনেতা শাহিদুল ইসলাম, সবুজ শেখ, বাশার শেখ, তৌহিদ শেখ প্রমুখ।