৪৯ বছরেও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছেনি : প্রিন্স

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
পুষ্পমাল্য অর্পণ ও শোভাযাত্রা শেষে ধোবাউড়া বিএনপির কার্যালয়ে আলোচনা সভা এবং হালুয়াঘাটে শহীদ স্মৃতিসৌধ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, লাখ লাখ মানুষের আত্মদান এবং কোটি কোটি মানুষের অবর্ণনীয় দুর্দশার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও ৪৯ বছর পরও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে নাই। গণতন্ত্র এবং অধিকারহীন পরিবেশে জনগণ এ বছর বিজয়ের ৪৯ বছর পালন করছে।
হালুয়াঘাটের কর্মসূচিতে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে বিএনপিনেতা আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী এবং ধোবাউড়ার কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মফিজউদ্দিনের সভাপতিত্বে বিএনপিনেতা অধ্যাপক আজহারুল হক আব্দুল কুদ্দুস, ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ বক্তব্য দেন।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতা ও কর্মী উপস্থিত ছিল।