নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান,নিহত দুই উপপরিদর্শক (এসআই) সোনারগাঁও থানায় কর্মরত ছিলেন। তাদের নাম কাজী সালেহ আহমেদ ও শরিফুল ইসলাম। আহত হয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম। তিনিও সোনারগাঁও থানায় কর্মরত আছেন।
বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের অফিস থেকে ফেরার সময় সোনারগাঁও জাদুঘর সড়কে দত্তপাড়া এলাকায় নিয়ন্ত্র হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি খাঁদে পড়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।