ফরিদপুরে বিভিন্ন স্থান থেকে ৩ লাশ উদ্ধার

ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকালে এসব লাশ উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর স্থান থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম জানিয়েছেন।
এদিকে শহরের আলিয়াবাদ এলাকার পুকুরপাড় থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকেরও কোনো পরিচয় পাওয়া যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ছাড়া শনিবার রাত ৯টার দিকে শহরতলির ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদী থেকে ফরিদ শেখ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ফরিদ শেখকে ট্রলার থেকে ফেলে দিলে তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। একদিন পর তাঁর লাশ ভেসে ওঠে।