আপনি সংবিধানের ঊর্ধ্বে নন, প্রধান বিচারপতিকে পূর্তমন্ত্রী

প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘আপনাকে সংবিধান মেনে কাজ করতে হবে। আপনি সংবিধানের ঊর্ধ্বে নন।’
আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোশাররফ হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ। যুবলীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
প্রধান বিচারপতিকে উদ্দেশ করে মোশাররফ বলেন, ‘আপনি যা ভাবছেন, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সঙ্গে কণ্ঠ মিলিয়ে যা বলছেন তা ঠিক নয়। বাংলার মানুষ জানে আপনি শান্তি কমিটির সদস্য ছিলেন। আপনি সাংবিধানিকভাবে নিয়োগ পেয়েছেন, আপনাকে সংবিধান মানতে হবে। আপনাকে সংসদ ও রাষ্ট্রপতিকে মানতে হবে, আপনাকে সংবিধান মেনে কাজ করতে হবে। আপনি সংবিধানের ঊর্ধ্বে নন।’
মোশাররফ হোসেন আরো বলেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, বাংলাদেশের মানুষ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।’
আলোচনা সভায় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘রাজনীতি মানে শুধু স্লোগান না, রাজনীতি মানে শুধু কথা বলা না। সংগঠনের কর্মসূচির মাধ্যমে শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে শোককে শক্তিকে পরিণত করে জাতির পিতার হত্যাকারীদের বিচার কার্যকর করে অন্যায়ের পতন আর ন্যায়ের যে জয় অব্যাহত রেখেছেন, সেই সঙ্গে জাতিকেও কলঙ্কমুক্ত করেছেন।’ এ সময় তিনি আরো বলেন, ‘আগস্ট মাস যেমন শোকের মাস তেমন একটি ষড়যন্ত্রের মাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখনই যড়যন্ত্র শুরু হয়।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুলের যৌথ পরিচালনায় আরো বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আসাদুল হক আসাদ, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণ সহসভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, মোরসালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক সাইদ, জাফর আহম্মেদ রানা, মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদকমণ্ডলীর সদস্য আরমান হক বাবু ও এমদাদুল হক এমদাদ।