ডিসেম্বরের মধ্যে ভবন নির্মাণ বিধিমালা : গণপূর্তমন্ত্রী

কর্মশালায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : এনটিভি
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভবন নির্মাণ বিধিমালা (বিল্ডিং কোড) প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিল্ডিং কোড না মানায় অগ্নিকাণ্ডসহ ভবন ফাটলের ঘটনা ঘটছে। বিল্ডিং কোড না থাকায় এমনটি ঘটছে বলেও জানান তিনি।
ভবিষ্যতে নতুন ভবন নির্মাণের আগে বিল্ডিং কোড মেনে চলতে হবে বলেও এ সময় জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। কর্মশালায় গণপূর্তসচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান বজলুল করিম উপস্থিত ছিলেন।