জয়পুরহাটে ‘জামায়াতের’ ৮ নেতাকর্মী আটক

জয়পুরহাটের সদর উপজেলায় আটজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, এরা সবাই জামায়াতের নেতা-কর্মী। হরিপুর গ্রামের একটি বাড়িতে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, কালাই উপজেলা জামায়াতের আমির তাইফুল ইসলাম ফিতা, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির তসলিম উদ্দীন, সেক্রেটারি সুজাউল ইসলাম, রুকন আবদুল আলীম ও আবদুল বাতেন এবং জামায়াতের কর্মী জোবায়ের হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন জানান, হরিপুর গ্রামে জামায়াতের রুকন আবদুল বাতেনের বাড়িতে জামায়াতের নেতারা একত্রিত হয়ে গোপন বৈঠক করছেন-এমন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ ও ওই বাড়ির মালিকসহ জেলা জামায়াতের আট নেতাকর্মীকে আটক করা হয়।