আখাউড়া-আগরতলা যান চলাচল তিনদিন বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/24/photo-1437739251.jpg)
সেতু সংস্কারের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পর্যন্ত সড়ক পথে যান চলাচল তিনদিন কন্ধ থাকবে। এ আন্তর্জাতিক সড়কপথের বঙ্গেরচর এলাকার জাজি নদীর ওপর ক্ষতিগ্রস্ত বেইলি সেতু সংস্কারের কারণে আজ শুক্রবার থেকে তিনদিনের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
এর ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন বন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী সুবোধ চন্দ্র এনটিভি অনলাইনকে বলেন, পণ্যবাহী ভারী যানবাহন যাতায়াতের কারণে সেতুটির জয়েন্ট নাটসহ বিভিন্ন অংশের পাটাতন নড়বড়ে হয়ে গেছে। এ গুলো মেরামত শেষে সোমবার থেকে যান চলাচল স্বাভাবিক হবে।