নাশকতার দুই মামলায় বিএনপি নেতা মিলন কারাগারে

নাশকতার দুই মামলায় জামিন নামঞ্জুর করে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম মিজানুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৫ জানুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলনের পর থেকে বিএনপি নেতা শফিকুল হক মিলনের বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা করে পুলিশ। এসব মামলায় গত ৩১ মে ও ২৬ জুন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি।
আজ রোববার দুপুরে বোয়ালিয়া মডেল থানার দুইটি ও মতিহার থানার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক বোয়ালিয়া মডেল থানার দুটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে মতিহার থানার মামলার মূল নথি আদালতে না পৌঁছায় এই মামলার শুনানি হয়নি।
আদালতের আদেশের পর মিলনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।