বান্দরবানে আরাকান আর্মির সদস্য সন্দেহে একজন আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/03/photo-1507048052.jpg)
বান্দরবানের লামা উপজেলায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্য সন্দেহে থেংওয়াং মারমা (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা বাজার থেকে ওই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্য সন্দেহে থেংওয়াং মারমা নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে ওই ব্যক্তিকে সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তি মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডুর বাসিন্দা শৈহ্লা প্রু মারমার ছেলে। আটকের পর সেনা হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুর রহমান জানান, বিচ্ছিন্নতাবাদী সন্দেহে মিয়ানমারের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তিনি আরাকান আর্মির সদস্য কি না বিষয়টি এখনো নিশ্চিত নয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।