ফার্মেসিতে মিলল সরকারি ওষুধ, জরিমানা-মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/10/10/photo-1507586598.jpg)
বান্দরবানে ব্যক্তি মালিকানাধীন ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকারি হাসপাতালের ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মামলা হয়েছে।
সোমবার বিকেলে বান্দরবান জেলা শহরের কয়েকটি ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আলী নূর খান জানান, ভ্রাম্যমাণ আদালত সোমবার অভিযানের সময় দুটি ওষুধের দোকানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে। এ সময় তাদের কাছ থেকে আট হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত বান্দরবান শহরের বাসন্তি ফার্মেসি থেকে সরকারি হাসপাতালের ওষুধ, নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করে। এ ছাড়া পাহাড়িকা ফার্মেসি থেকে উদ্ধার করা হয় মেয়াদোত্তীর্ণ ও নেশা জাতীয় বিদেশি ওষুধ। বাসন্তি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং পাহাড়িকা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দোকান মালিকের বিরুদ্ধে দুটি মামলাও করা হয়।
একইদিন শহরের জাদী পাড়ার দুটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে দুজনকে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আজিজুর রহমানের নেতৃত্বে একটি দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী, পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।