রুমায় পাথর উত্তোলন, ৯ শ্রমিককে সাজা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/11/19/photo-1511091255.jpg)
বান্দরবানের রুমা উপজেলায় ঝিরি থেকে প্রাকৃতিক পাথর উত্তোলনের দায়ে নয়জন শ্রমিককে আটক করা হয়েছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত শ্রমিকদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আজ রোববার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের রুমা খালে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পাথর উত্তোলন কাজে নিয়োজিত দলনেতাসহ নয়জন শ্রমিককে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শ্রমিকদের দলনেতা (মাঝি) লেদু মিয়া (৫২), শ্রমিক হারুনুর রশীদ (২৫), মোহাম্মদ আজিজ (২৭), শাহেদ (২২), মো. মুছা (২৪), মজিবুর রহমান (২৫), মাইন উদ্দিন (১৮), আবদুল মান্নান (২৫) ও শেখ উদ্দিন (৩৪)।
আটকের ভ্রাম্যমাণ আদালত শ্রমিকদের দলনেতা লেদু মিয়াকে তিন মাসের কারাদণ্ড এবং অন্যদের ১৫ দিন করে সাজা দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান জানান, রুমায় পরিবেশ ধ্বংস করে ঝিরি, খাল থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিভিন্ন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে নয়জন শ্রমিককে আটক করা হয়েছে। আটক হওয়া শ্রমিকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাথর উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
রুমা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শৈমং মারমা জানান, পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের সঙ্গে এ অঞ্চলের কিছু প্রভাবশালী মানুষ জড়িত। পাথর উত্তোলনের দ্রুত নেতিবাচক প্রভাব পড়ছে পাহাড়ি গ্রামগুলোতে। পাহাড়ের মানুষ ঝিরি-ঝরনা আর খালের পানি পান করে জীবন বাঁচায় এবং চাষাবাদ করে শস্য উৎপাদন করে। কিন্তু পাথর না থাকলে পানির সংকটে জীবন বিপন্ন হতে পারে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।