চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রামে হেলাল-উল ইসলাম (৫৫) নামের এক বিএনপির নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার বেলা ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর হেলাল মারা যান। হেলাল খাদিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে নিজ ধানের জমিতে সেচ দিতে বাড়ি থেকে বের হন হেলাল। এ সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুটি পা কেটে হাঁটু থেকে বিচ্ছিন্ন করে দেয়। মুমুর্ষ অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
বেলা ১০ টার দিকে হাসপাতালে নেওয়া হলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবীর তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, নিহত হেলাল এবং হামলাকারীরা পরস্পরের আত্মীয়। পূর্ব বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। মৃত্যুর আগে হেলাল হামলাকারী হিসেবে একই গ্রামের মানিক ও তাঁর সহযোগীদের নাম বলে গেছেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহীদুল কাউনাইন বলেন, এটা জঘন্যতম হত্যাকাণ্ড। তিনি এর বিচার দাবি করেন।