চুয়াডাঙ্গায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় লালন হোসেন (৪০) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লালন হোসেন ফার্মপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, লালন হোসেনের বাড়ির একটি নারকেল গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী হাশেম আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু সালিশের আগেই খুনের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।
জেলা বিএনপির যু্গ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা বিএনপি কর্মী লালন হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।