৪ মাস পর ইউরিয়া উৎপাদন শুরু
গ্যাস সরবরাহ চালু হওয়ায় চার মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আজ সোমবার ভোর থেকে উৎপাদন ফের চালু হয়।
দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় ২৫০ কোটি ৮০ লাখ টাকা মূল্যের প্রায় এক লাখ ৫৫ হাজার টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে।
কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বিদ্যুতের সব কেন্দ্র ও ইউনিট সচল রাখতে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। গত ১২ মে থেকে কারখানার উৎপাদন বন্ধ থাকে।
প্রতিদিন কারখানায় এক হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হয়। প্রতি টন সারের মূল্য ১৪ হাজার টাকা।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম-প্রশাসন) এ টি এম বাক্কী জানান, আজ গ্যাস সরবরাহ দেওয়ায় কারখানার উৎপাদন শুরু হয়েছে। তিনি জানান, আশুগঞ্জ সার কারখানায় আমদানি করা ১৪ হাজার টন সার মজুদ আছে।
আশুগঞ্জ সার কারখানার কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার সার উৎপাদন শুরু হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে।