আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে যোগ হচ্ছে আরো তিনটি ইউনিট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/07/photo-1444213887.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে যোগ হচ্ছে নতুন আরো তিনটি ইউনিট। আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইউনিটগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পূর্ণ গ্যাস ভিত্তিক এই তিনটি ইউনিট থেকে বাণ্যিজিক ভাবে জাতীয় গ্রিডে যোগ হবে আরো ৩৯৫ মেগাওয়াট বিদ্যুৎ।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান জানান, নতুন এই তিনটি ইউনিট উৎপাদনে এলে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যোগ হবে আরো প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এর ফলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র। আগামীকাল তিনটি ইউনিট উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যুৎকেন্দ্র ঘুরে জানা যায়, দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে একের পর নতুন বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ে উঠছে। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট রয়েছে ১০টি। বেসরকারি রেন্টাল ইউনিট রয়েছে তিনটি। নিজস্ব ও রেন্টাল মিলিয়ে এই বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৮০০ মেগাওয়াট।
আগামীকাল উদ্বোধন হতে যাওয়া তিনটি ইউনিট হলো ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্লান্ট, ইউনাইটেড পাওয়ার লিমিটেডের ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মডিউলার পাওয়ার প্লান্ট এবং বেসরকারি রেন্টাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ৫১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্ট।