আত্রাইয়ে ‘বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার’

নওগাঁর আত্রাই উপজেলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য শেখ ফরিদ হত্যা মামলার আসামি সাইফুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পার কাসুন্দা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ওই গ্রামে।
পুলিশের ভাষ্যমতে, সাইফুল ইসলাম নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাবেক সেকেন্ড ইন কমান্ড। তিনি ফাঁসি কার্যকর হওয়া জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন। তিনি ২০০৪ সালে আত্রাই উপজেলা এলাকায় বাংলা ভাইয়ের তাণ্ডব চলার সময়ে বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেন বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৪ সালের মে মাসে একই উপজেলার মির্জাপুর বাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য শেখ ফরিদকে পিটিয়ে হত্যা করে বাংলা ভাই ও সাইফুল ইসলামের নেতৃত্বে অন্যরা। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল।
নওগাঁর সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাইলাল সরকার বলেন, গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকার পর দু-একদিন আগে গোপনে বাড়ি এসে অবস্থান শুরু করেন। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।