রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার দুপুরে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী শাপলা খাতুন (২২) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল মালেক নামের এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।