বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ এনে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক ও ছাত্রীরা।
আজ বুধবার সকাল থেকে কলেজ চত্বরে অবস্থান নিয়ে ছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের অপসারণ দাবি করে। এ সময় আন্দোলনরত ছাত্রীরা অভিযোগ করে বলেন, কলেজে বিভিন্ন সময় উন্নয়নের টাকা বরাদ্দ এলেও অধ্যক্ষ কলেজের উন্নয়ন না করে কলেজ তহবিলের টাকা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে আসছেন। ছাত্রী পরিবহনের গাড়ি ব্যবহার না করে আটকে রাখা, হোস্টেলে নিম্নমানের খাবার পরিবেশন, কলেজের ভেতরের বিভিন্ন গাছের ফল একাই খাওয়া, ক্যাম্পাসের পুকুরের মাছ ধরে নেওয়া, কলেজের গাছ কেটে নিজের বাসার কাজে লাগানোসহ নানা ধরনের অভিযোগ করেন ছাত্রীরা।
সম্প্রতি অধ্যক্ষের অনিয়মের প্রতিবাদ করায় একজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ থেকে। এ কারণে আজ বুধবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীরা এক সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে।
অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে কলেজ অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবি জানায়।