জমি নিয়ে বিরোধ, জ্বালিয়ে দেওয়া হলো ঘরবাড়ি

নীলফামারীর ডিমলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের সব জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর কাঁঠালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের মৃত ভইসাল চন্দ্র রায়ের সঙ্গে একই গ্রামের মৃত গণেশ চন্দ্র রায়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
প্রতিপক্ষ মৃত গণেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় তাঁর সমর্থকদের নিয়ে মৃত ভইসাল চন্দ্র রায়ের তিন ছেলে বিনোদ চন্দ্র রায়, নিরোধ চন্দ্র রায় ও খিরোদ চন্দ্র রায়ের বাস্তুভিটার চারটি ঘরে আগুন দিয়ে দেয়। এতে ঘরগুলো পুড়ে যায়।
ভুক্তভোগী নিরোদ চন্দ্রের স্ত্রী হৈমন্তি রানী রায় বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। আমার শয়নকক্ষ থেকে ৫০ হাজার টাকা, দেড় ভরি সোনা, কাপড়-চোপড়সহ যা কিছু পেয়েছে প্রতিপক্ষ লুট করে নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
অপর ভুক্তভোগী খিরোদ চন্দ্র রায়ের স্ত্রী গীতা রানী রায় বলেন, ‘আমরা বাড়িতে দুজন নারী ছিলাম। যখন দেখি ৩০-৪০ জন মানুষ আমাদের বাড়ির দিকে আসছে, তখন আমরা প্রাণ ভয়ে পালিয়ে যাই। বাড়িতে কোনো পুরুষ ছিল না। বাড়ি ফাঁকা পেয়ে সবকিছু লুট করে নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে সবকিছু পুড়ে যায়।’
এ ঘটনায় ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। কিন্তু পথে ছোটখাতা এলাকায় একটি ট্রাক অকেজো হয়ে রাস্তায় পড়ে থাকায় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা সেখান থেকে সরে যায়। আগুনে চারটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিনোদ চন্দ্র রায়, নিরোধ চন্দ্র রায় ও খিরোদ চন্দ্র রায়- তিন ভাইয়ের বাস্তুভিটার প্রায় আড়াই একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে মামলা-মোকদ্দমা চলে আসছে।