রাজউকের সেবা পেতে পদে পদে হয়রানি আর দুর্নীতি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা পেতে এর কর্মকর্তাদের বিরুদ্ধে পদে পদে হয়রানি আর দুর্নীতির অভিযোগ করেছেন গ্রাহকরা।আজ বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে তাঁরা নানা অভিযোগ করেন।urgentPhoto
এর জবাবে রাজউক ও দুর্নীতি দমন কমিশন বলছে, কিছু দুর্নীতিবাজের কারণে ভাবমূর্তি সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি।
রাজউকের সেবার মান ও সেবা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় চিহ্নিত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজন করে এ গণশুনানির। অংশ নেন এই সেবায় ভোগান্তির শিকার ৭৫ জন গ্রাহক।
শুনানিতে অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল। তাঁরা রাজউকের অনিয়মের ক্ষেত্রে কয়েকজন কর্মকর্তার দিকে অভিযোগের আঙুল তোলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, শুরু থেকেই দুর্নীতি ঠেকাতে পারলে আজ এ অবস্থায় আসত না। যারা সেখানে দায়িত্বে আছে, তাদের অবহেলার জন্য বা তাদের সঠিক সময়ে তারা খবরদারি করে নাই বা তাদের নোটিশ দেয় নাই বা তাদের সেটা ভাঙার ব্যবস্থা করে নাই। এ ছাড়া তিনি রাজউকে লোকবলের অভাব আছে বলেও উল্লেখ করেন।
দুদক সচিব বলেন, ‘এটা শুধু হয় যেটা একটা জুজুর ভয়, আমি করলে কি না কি হবে। আর দ্বিতীয় হলো, এইটাকে ক্যাপিটালাইজ (পুঁজি) করে আমাদের কিছু কুলাঙ্গার আছে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার চেষ্টা করে থাকে।’
আগামীতে বিভিন্ন খাতে অনিয়ম নিয়ে এই ধরনের গণশুনানির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক।