চলে গেলেন রাবি অধ্যাপক ড. আবু নাসের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ড. আবু নাসের (৬২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ রফিক জানান, তাঁর ছোট ভাই আবু নাসের সহধর্মিণী ও মেয়ে নমিসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী। দীর্ঘ সময় ধরে আবু নাসের কমিউনিস্ট রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরিসংখ্যানবিদ হিসেবেও তাঁর বেশ খ্যাতি রয়েছে।
পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম জানান, বেলা সাড়ে ১১টার দিকে পরিসংখ্যান বিভাগের নির্ধারিত মিটিং ছিল। অধ্যাপক ড. আবু নাসের নিজের চেম্বার থেকে বের হয়ে রুমের দরজায় তালা লাগাচ্ছিলেন মিটিংয়ে যাওয়ার জন্য। এ সময় তিনি হঠাৎ করে পড়ে যান। শিক্ষক-শিক্ষার্থীরা মিলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক ড. আবু নাসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। এর পর থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁকে সামনের সারিতে দেখা যায়। মৃত্যুর সময়ও তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজশাহী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার অক্ট্রয় মোড়ে স্ত্রীকে নিয়ে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের সদর উপজেলায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় জামে মসজিদে বাদ আসর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নগরীর জিরোপয়েন্টে বিকেল ৫টায় দ্বিতীয় জানাজা শেষে নাগরিক সমাজের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর লাশ দাফন সম্পন্ন হবে।
ড. নাসেরের মৃত্যুতে রাবি প্রশাসন এবং রাবি শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।