রাবিতে শিবির সন্দেহে শিক্ষার্থী গ্রেপ্তার, কারাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দেহে আটক এক শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ওই শিক্ষার্থীকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত এ নির্দেশ দেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান জানান, গ্রেপ্তার শিক্ষার্থীর নাম আক্কাছ আলী। তিনি এ বছর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।
ওসি বলেন, বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেন। শুক্রবার তাঁকে ২০১৫ সালের ১৯ নভেম্বরের দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ছাত্রলীগ জানিয়েছে, আক্কাছ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাবির এ ইউনিটের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। কিন্তু এ ইউনিটে মৌখিক পরীক্ষা ছিল গত ২৫ জানুয়ারি। কোনো কারণে মৌখিক পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়ে ভর্তির বিষয়ে খোঁজখবর নিয়ে গত বুধবার (২৭ জানুয়ারি) রাতে তিনি রাজশাহীতে আসেন। রাত বাইরে কাটিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে এলে ছাত্রলীগকর্মীরা তাঁকে শিবির সন্দেহে পুলিশে দেন।