কুড়িগ্রামে প্রধান বিচারপতির পক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/07/photo-1454798620.jpg)
কুড়িগ্রামে তিন শতাধিক শীতার্ত মানুষের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আবু তাহের মো. সাইফুর রহমান।
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ও এইচ এম ইলিয়াস হোসাইন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূর ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্লান কুসুম বিষ্ণু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ফকরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাসুদ আলম, পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আমির হোসেন, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফুর প্রমুখ।