বিএনপির প্রার্থীর ওপর পুলিশি হয়রানির অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/02/28/photo-1456644881.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর ওপর পুলিশি নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে।
আজ রোববার সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ জানান নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা।
সকালে শহরের মৌড়াইল এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তাঁর নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় বাধা, নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রশাসন বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। প্রথম দফায় দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচনে যেভাবে বিজয়ের নাটক আওয়ামী লীগ মঞ্চস্থ করেছে, একই কায়দায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনেও একদলীয় নির্বাচন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’
সুষ্ঠু-স্বাভাবিক নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচনী পরিবেশ ও সমঅধিকার সুনিশ্চিত করার দাবি জানান হাফিজুর রহমান মোল্লা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।