সৌদিতে নিহত আলীর বাড়িতে কান্না
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/07/photo-1457292384.jpg)
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মোহাম্মদ আলীর বাড়িতে চলছে কান্নার রোল। স্বজনহারাদের কান্নার পাশাপাশি পুরো গ্রামে বিরাজ করছে শোকের ছায়া।
নিহত মোহাম্মদ আলী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের মৃত আবদুস সোবাহানের ছেলে। মোহাম্মদ আলী দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে মা ও স্ত্রী-সন্তানরা কিছুক্ষণ পরপর কান্নায় ভেঙে পড়ছেন।
নিহতের স্ত্রী হামিদা বেগম জানান, পরিবারের একটু সুখের আশায় নয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোহাম্মদ আলী। মাত্র সাত মাস আগে সর্বশেষ গ্রামের বাড়িতে এসেছিলেন। এর পর সৌদিতে ফিরে যাওয়ার পর তাঁর বাবা আবদুস সোবাহান মারা যান। গত শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তাঁরা সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলীর মৃত্যুর সংবাদ পান।
নিহতের স্ত্রী তাঁর স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।
গত শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের ওলাইয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।