এনটিভির প্রতিবেদক বিপুকে সংবর্ধনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/08/photo-1457457620.jpg)
‘গণতন্ত্র ও মানবাধিকার’ নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য জাতিসংঘের সম্মাননাসূচক সনদ পাওয়ায় বেসরকারি টেলিভিশন এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপুকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শিহাব উদ্দিন বিপুর পুরস্কারপ্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, কাজের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তির আনন্দ অপরিসীম। আজকের এ সংবর্ধনা আগামী দিনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো দক্ষ করে তুলবে।
সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, ‘আপনারা সাহসী প্রতিবেদনের মাধ্যমে সমাজের অনিয়ম দুর্নীতি তুলে ধরবেন।’ এ সময় তিনি জেলার প্রাথমিক শিক্ষা নিয়ে এনটিভিতে প্রচারিত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতার প্রশংসা করেন।
প্রেসক্লাব আহ্বায়ক সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খান সাদাতের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ আ ম রশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি।
শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক সমতট বার্তার সম্পাদক ও চ্যানেল আইর জেলা প্রতিনিধি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, প্রেসক্লারের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, কবি জয়দুল হোসেন, সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শওকত হায়াত খান, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মো. আকরাম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মনির হোসেন, যায়যায়দিনের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে সাংবাদিক শিহাব উদ্দিন বিপু তাঁর বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক শিহাব উদ্দিন বিপুর হাতে ক্রেস্ট তুলে দেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে পরে শিহাব উদ্দিন বিপুকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী দেওয়া হয়।
এদিকে জেলা আওয়ামী লীগ, বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ইসলামিক সেন্টারসহ বিভিন্ন সংগঠন শিহাব উদ্দিন বিপুকে অভিনন্দন জানান।