রাবি ছাত্রলীগ নেতাকে হুমকি, থানায় জিডি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম আসিফকে মুঠোফোনের খুদেবার্তায় ভয়-ভীতিমূলক হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে রাবি ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মিজানুর রহমান রানার ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে এ খুদেবার্তা আসে বলে জানান আসিফ।
ভুক্তভোগী আসিফ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। হুমকির ঘটনার পর তিনি নগরীর মতিহার থানায় জিডি করেন।
আখতারুল ইসলাম আসিফ জানান, ‘বুধবার দুপুর ২টা ৪৮ মিনিটে রাবি ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি রানার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে আমার মোবাইল নম্বরে বিভিন্ন প্রকার ভয়-ভীতি এবং দেখে নিবে বলে খুদেবার্তা পাঠানো হয়।’
এ বিষয়ে কথা বলার জন্য বহিষ্কৃত সভাপতি রানার নম্বরটিতে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম আসিফকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে একটি জিডি করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চলতি বছরের ১৬ জানুয়ারি রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর রাতেই মিজানুর রহমান রানা ও তাঁর অনুসারীরা বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।