ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মেধাবৃত্তি প্রদান ও শিশুমেলার উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/25/photo-1458916445.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব আদর্শ কলেজ মাঠে আজ শুক্রবার শিশুদের মেধাবৃত্তি দেওয়া হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব আদর্শ কলেজ মাঠে আজ শুক্রবার ১২তম শিশু মেধাবৃত্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুমেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ার।
স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। পরে শিশুদের মেধা বৃত্তি দেওয়া হয়। এতে জেলার ছয়টি উপজেলার ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।