ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের মানববন্ধন ও র্যালি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/28/photo-1459127585.jpg)
দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি কবি আবদুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য আজিজুল হক, সাহিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রাহ, ভরসার নির্বাহী পরিচালক আলমগীর তালুকদার, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন প্রমুখ।
মানববন্ধন শেষে দুর্নীতি প্রতিরোধে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। মানববন্ধন ও র্যালিতে নার্স, আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন ভরসা, এআরডি, শিখা, সুক, র্যাপ, চেঞ্জ ও স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিরা অংশ নেন।