ছাত্রলীগের তিন নেতাকে রাবি থেকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ দুই কর্মচারীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘শৃঙ্খলা কমিটির সুপারিশের পরই তা গতকাল (মঙ্গলবার) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিষয়টি তোলা হয়। এর পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।’
বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন—বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিবিএর শিক্ষার্থী ও ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন (শিক্ষাবর্ষ ২০০৭-০৮), ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সহসভাপতি তন্ময় আনন্দ অভি (শিক্ষাবর্ষ ২০০৭-০৮) এবং একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শহীদ হবিবুর রহমান হলের বর্তমান কমিটির সভাপতি মামুন-অর-রশিদ (শিক্ষাবর্ষ ২০০৯-১০)।
ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ আগস্ট চাঁদা দিতে অস্বীকার করায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে উপাচার্য দপ্তরের অপেক্ষমাণ কক্ষে মেরে মাথা ফাটিয়ে দেন ছাত্রলীগের এই তিন নেতা। এ সময় তাঁরা আরো দুই কর্মচারীকে মারধর করেন। এ ঘটনায় তুহিনকে ওই দিনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। এর দুদিন পর উপাচার্য নিজস্ব ক্ষমতাবলে তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছিলেন।