ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংসদকে সংবর্ধনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/30/photo-1459333864.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব খান বাবুল। এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা খালিদ জামিল খান, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত কুমার দে, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বিদ্যালয় সৃষ্টির উদ্দেশ্যই হলো আলোকিত মানুষ সৃষ্টি করা। তবে এর জন্য জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই। বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে জ্ঞানের চাষাবাদ শুরু হয়েছে। আর সেই চাষাবাদের সোনালি ফসল হলো শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব খান বাবুল ও প্রধান শিক্ষক মোহিত কুমার দে সাংসদ জিয়াউল হক মৃধার হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন। পরে সাংসদ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।