গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা চলবে

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা চলবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মামলায় আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব-উল-আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, ২০০৭ সালে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা করে দুদক। ওই মামলায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। ২০১২ সালে তদন্ত চলাকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন।
মামলার বিবরণে বলা হয়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকাকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্দ থাকা একটি জায়গায় তিন তারকা হোটেল গোল্ডেন ইন নির্মাণের সুপারিশ করেন মোশাররফ। এ জায়গাটির দাম নির্ধারণ করা হয় এক কোটি ৬৯ লাখ ২০৭ টাকা। কিন্তু পরে ইজারার শর্ত ভেঙে সানমার হোটেল লিমিটেড নামে একটি কোম্পানির কাছে জমিটি বরাদ্দ দেওয়া হয়। এ ক্ষেত্রে দলিলে এক কোটি ৬৯ লাখ ২০৭ টাকা দাম উল্লেখ করা হলেও অতিরিক্ত দুই কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৭৪৮ টাকা ওই প্রতিষ্ঠানটির কাছ থেকে আদায় করা হয়।
পরে এ অভিযোগে চট্টগ্রামের ডাবলমুরিং থানায় ২০০৭ সালের ২২ নভেম্বের দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা করেন।
এর পর তদন্ত চলাকালে ২০০৮ সালের মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন ইঞ্জিনিয়ার মোশাররফ। প্রাথমিক শুনানি শেষে আদালত ২০০৮ সালে রুল জারি করেন। ২০১২ সালে চূড়ান্ত শুনানি শেষে মামলটি বাতিল করেন হাইকোর্ট। ২০১৪ সালে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।
দীর্ঘদিন শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করেন। এতে ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে মামলার তদন্তকাজ চালাতে আর বাধা নেই।