চুয়াডাঙ্গায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় দামুড়হুদা মডেল গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৫০ জন প্রিসাইডিং ও ৫৩০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।
জেলা পুলিশ সুপার মো. রশীদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খুলনার বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান, যশোরের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ ও চুয়াডাঙ্গার জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে উপস্থিত অতিথিরা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
আগামী ২৮ মে, শনিবার পঞ্চম দফায় দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, জুড়ানপুর, কার্পাসডাঙ্গা ও কুড়লগাছি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।