ব্লগার ওয়াশিকুর হত্যার বিচার চেয়েছে সিপিজে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/03/31/photo-1427818740.jpg)
ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে নিউইয়র্ক-ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। সংগঠনটির এশিয়া অঞ্চলের কর্মসূচি সমন্বয়ক বব দিয়েজ এক বিবৃতিতে এ দাবি জানান।
বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার এক মাস পেরোতেই গতকাল সোমবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দক্ষিণ বেগুনবাড়ীতে প্রকাশ্যে দিনের আলোয় ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বব দিয়েজ বলেন, ‘বাংলাদেশ সরকারকে জরুরিভিত্তিতে এই হত্যাকাণ্ডসহ অন্যান্য হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নিতে হবে। অন্যথায় দেশের যেসব ব্লগার, বিশ্লেষক এবং সাংবাদিক সংবেদনশীল বিষয় নিয়ে প্রতিবেদন করছেন তাঁরাও হামলার ঝুঁকিতে পড়বেন।’
‘আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের একটি পূর্ণাঙ্গ, কার্যকর এবং সময়মতো তদন্তের আহ্বান জানাচ্ছি।’ বলেন বব দিয়েজ।
তেজগাঁওয়ে দক্ষিণ বেগুনবাড়ী এলাকার নিজ বাসা থেকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থলের উদ্দেশে বের হওয়ার পর তিন দুর্বৃত্ত ওয়াশিকুরকে দক্ষিণ বেগুনবাড়ী বাজারের পাশের একটি গলিতে ধাওয়া করে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এলাকাবাসী ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। জিকরুল্লাহ হাটহাজারী মাদ্রাসার ছাত্র এবং আরিফুল ইসলাম মিরপুর দারুল উলুম মাদ্রাসার ছাত্র।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে জানিয়েছে, ফেসবুক ও ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করার কারণেই তারা ওয়াশিকুরকে হত্যা করেছে। আজ মঙ্গলবার তাদের আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরের সময় বইমেলা থেকে বের হওয়ার পথে অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালানো হয়। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে যান বন্যা।
অভিজিৎ রায়ের পরিবার জানিয়েছে, ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী আদর্শের প্রচার এবং ধর্মের অসহিষ্ণুতা নিয়ে মুক্তমনা নামে ব্লগে লেখালেখির জন্য হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগে থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।