শেরপুরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

শেরপুর জেলা সদরের মুন্সিরচর এলাকায় গতকাল সোমবার রাতে মাদক ব্যবসায়ী ধরতে গেলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইয়াবা ও ১০টি ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষে ডিবি পুলিশ শটগানের কয়েকটি গুলি ছুড়ে।
গ্রেপ্তার হওয়া চারজন হলো শিপন মিয়া (২৪), রেজাউল (৩০), হযরত আলী (৪৫) ও ইসরাফিল (৩৮)। এর সবাই চরপক্ষীমারীর মুন্সিরচরের বাসিন্দা।
শেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, ডিবি পুলিশ শেরপুর জেলা সদরের চরপক্ষীমারী ইউনিয়নের মুন্সিরচর এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী শিপনকে ইয়াবাসহ আটক করার পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর আক্রমণ করে মাদক ব্যবসায়ীরা। এ সময় তিনটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে শিপনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।